প্রয়োজনে দিনেরবেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে

0

আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রবিবার চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনেরবেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে।

আলোচনা সভায় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, জ্বালানি সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ছে। ৪০ থেকে ৬০ শতাংশ উৎপাদন কমে গেছে উল্লেখ করে তারা বলেন, বিদ্যুৎ-জ্বালানিকে কাঁচামাল হিসেবে বিবেচনা না করলে দেশের অর্থনীতি মন্দার মুখে পড়বে। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, ২ থেকে ৩ মাসের মধ্যে ভোলা থেকে সিএনজি আকারে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় আনা হবে। আর ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সংকটে যা করার দরকার, সরকার তাই করবে। সরকারের ওপর আস্থা রাখতে হবে।

Share.

Comments are closed.