আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে এতোদিন অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশের মেয়েরা।
আজ ২০ আগস্ট ম্যাচ খেলারও সুযোগ পেলো তারা। বাংলাদেশের মেয়েদের প্রস্তুতির জন্য ভারত থেকে এসেছে সাই-জাতীয় হকি একাডেমির নারী দল। জীবনে প্রথম ম্যাচ মুক্ত, স্বর্ণাদের। ম্যাচের প্রথম কোয়ার্টার ভালোই আটকে রাখতে পেরেছিল অতিথিদের। ঐ সময়টায় কোন গোল হজম করেনি স্বাগতিক দল।
কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে আর প্রতিরোধ টেকেনি বাংলাদেশ দলের। ১৭ মিনিটে শুরুটা করেন ভিনমরতা যাদব। ম্যাচে আরও এক গোল করেছেন তিনি।
৬০ মিনিটের ম্যাচে আরও ৫ গোল করেছে ভারতীয় দলটি। বাকি চার গোল করেছেন লালন পুই, তানিয়া, লোতিয়া মেরি ও মেসাবি।আরও ৫ ম্যাচ খেলবে দু’দল। দ্বিতীয় ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার।