আগামী জুন মাস থেকে মিড ডে মিলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প আবারও চালু করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এটি হবে পাঠ্যবইয়ের মতো প্রধানমন্ত্রীর আরেকটি উপহার। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানান।
করোনাকালীন দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের যাত্রা। শিক্ষা সপ্তাহর উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারের নানামুখী কর্মগ্রহণের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হার ৯৮ শতাংশে পৌঁছেছে। এছাড়াও ডিজিটাল বদলী সেবা চালুর ফলে শিক্ষকদের বদলির দুশ্চিন্তা কমেছে। প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিলের মাধ্যমে স্কুল ফিডিং কার্যক্রম আবারও শুরু করা হবে। এটি হবে পাঠ্যবইয়ের মতো প্রধানমন্ত্রীর আরেকটি উপহার বলে জানান তিনি। আগামী ৬ মাসের মধ্যে অসঙ্গতিপূর্ন স্কুলগুলোর নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করা হবে বলে এ সময় জানান তিনি। এ বছর প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে ২৫৮ জন বর্ষসেরা শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।