ফটিকছড়িতে অপহরণের তিন মাস পর এক ছাত্রীকে উদ্ধার

0

চট্টগ্রামের ফটিকছড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন মাস পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত যুবক ও তার মা-সহ আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করে র ্যাব।

শনিবার দুপুরে রেবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় যায়। এসময় সাইমুন তার ২-৩ জন সহযোগীসহ তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরের দিন ওই ছাত্রীর মা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

Share.

Comments are closed.