আগুন নিয়ন্ত্রণে ঠিক মতো কাজ না করার অভিযোগে ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা করে বিক্ষুব্ধ জনতা। কিন্তু পানির সংকট ও বাতাস ও উৎসুক জনতার কারণেই বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে দাবি ফায়ার সার্ভিসের।
আগুন লাগার দুই মিনিটের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৪৮ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের গাফিলতির অভিযোগে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা করে বিক্ষুব্ধ জনতা। ঘটে গাড়ি ভাঙচুরেরও ঘটনাও। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের আপ্রাণ চেষ্টার পরওও পানির সংকট, বাতাস এবং উৎসুক জনতার ভীড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে দাবি ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিস সদরদপ্তরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন পুলিশের মহাপরিদর্শক। অগ্নিকান্ডে আহতদের চিকিৎসাসহ আর্থিক সহায়তার আশ্ব াস দি য়ে ঢাকা দ ক্ষিন সি টি ক র্পো রেশনের মেয়র ব লেন, ক্ষ তিগ্রস্ত দোকানী দের পুর্নবাস নের ব্যবস্থা করা হবে। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে ৫ সদিস্যের তদন্ত কমিটি গঠণের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।