ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন ফিকা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও কাজ করতে আগ্রহী। বিকেলে রাজধানীর একটি হোটেলে ফিকা সভাপতি লিসা স্টালেকার জানান, তারা ক্রিকেটারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাথে এক হয়ে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করবে।
কোয়াবের আমন্ত্রণে ঢাকা আসা লিসা জানান, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তারা কাজ করতে চান। এসময় তিনি বলেন, ফিকা শুধু বর্তমান ক্রিকেটারদের সংগঠন নয়, সাবেক ক্রিকেটারদের সমস্যা সমাধানও ফিকার অন্যতম প্রধান উদ্দেশ্য। বাংলাদেশে ক্রিকেটারদের কল্যানে একমাত্র সংগঠন কোয়াবের নেতৃত্বে আছেন বিসিবির পরিচালক, এ বিষয়টিকে কিভাবে দেখছে ফিকা-এমন প্রশ্নের উত্তরে লিসা জানান, এরকম সংস্থার ক্ষেত্রে আলাদা হওয়া ভাল।