ওয়ালটন দ্বিতীয় ফেডারেশন কাপ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল, সহ-সভাপতি অহিদুজ্জামান মজুমদার ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী দিনে ১৫টি স্বর্ণের ফয়সালা হয়েছে। তার মধ্যে সিনিয়র ফাইটার ক্যাটাগোরিতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১টি করে স্বর্ণ জিতে। এদিকে পুমসে ক্যাটাগোরিতে আরও ১৩টি স্বর্ণের ফয়সালা হয়। তার মধ্যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ৪টি, মিরপুর ডিওএইচএস তায়কোয়ান্ডো ক্লাব ৪টি, গুলশান-বাড্ডা তায়কোয়ানদো ক্লাব ৩টি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২টি স্বর্ণ জেতে।