ফের বাড়লো সোনার দাম

0

আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস)। এবারও প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।

এর আগে, গত ৮ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস। তখনও প্রতিভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ায় সংগঠনটি।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা।

তুন দাম অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরিতেও বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৪১৭ টাকা।

Share.

Comments are closed.