জিরোনার বিপক্ষে ফের হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিনিসিউস জুনিয়র রিয়ালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।
শক্তির বিচারে দুই দলের মাঝে পার্থক্য আকাশছোঁয়া হলেও রিয়ালকে সামনে পেলেই যেনো জ্বলে ওঠে জিরোনা। লা লিগায় আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতে হেরেছিলো মাদ্রিদের দলটি, সবশেষটি ঘরের মাঠে, ২০১৮-১৯ মৌসুমে। ম্যাচ শুরু হতেই আক্রমণ শাণায় রিয়াল। দারুণ পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লুকা মদ্রিচ। দশম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট কর্নারের বিনিময়ে ফেরান জিরোনা গোলরক্ষক। শিরোপা ধরে রাখার অভিযানে এখনো অপরাজিত রিয়াল এই নিয়ে আসরে দুটি ম্যাচে পয়েন্ট হারালো।