ফৌজদারি মামলা করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ

0

ফৌজদারি মামলা করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার সকালে বিজিবির ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। তবে বিজিবির মামলা দায়েরের এখতিয়ার নিয়ে জারি করা রুল বহাল রাখা হয়েছে। গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছিলো বিজিবি। এ ঘটনায় তাদের পক্ষ থেকে চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয় আসামিদের বিরুদ্ধে। পরে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে আসামি পক্ষ। গত মঙ্গলবার বিজিবির ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ দেয় আদালত। একই সঙ্গে মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ১৪ জুন এই রুলের ওপর শুনানি হওয়ার কথা আছে।

Share.

Comments are closed.