রাজধানীর বংশাল থেকে ভুয়া সাংবাদিক ও আর্থিক গোয়েন্দা পরিচয়ে মাদক ব্যবসায় জড়িত ৪ মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে রেব-৩।
সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রেব-৩ এর একটি আভিযানিক দল সোমবার রাতে বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মঙ্গ লবার এক সংবাদ সম্মেলনে রেব ৩-এর প রিচালক লে.ক আরিফ উদ্দিন বলেন, একটি প্রাইভেটকারের পিছনের ডালা থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ কেজি গাঁজাসহ তা দের আটক করা হয়। গ্রেফতারকৃতরা কখনো সাংবা দিক ও কখনো আর্থিক কর্মকর্তা পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসামী ফয়সাল বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক। ছুটির দিনে বা অবসর সময়ে সুযোগ বুঝে সে এই গাড়ি ব্যবহার করে মাদকদ্রব্য চোরাচালানের কাজ করে থাকে। গাড়ির মালিকের ব্যবহৃত আর্থিক গোয়েন্দা ইউনিট এর স্টিকার ব্যবহার করে ওই ব্যক্তি নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনা-নেয়া করে থাকে।