বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

0

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে নিউ লাইন ক্লোথিং কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেস্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এসময় পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share.

Comments are closed.