বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতি মুক্তি পেয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, যারা পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে হত্যা করেছে, তাদের মুখে ভোট, গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না।

ছোট্ট রাসেলের স্বপ্ন ছিলো সেনা কর্মকর্তা হওয়ার। বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯-তম জন্মদিনে তার সেই স্বপ্নের কথা তুলে ধরেন বড় বোন শেখহাসিনা। ফুলের মতো নিষ্পাপ ছোট ভাইকে স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যারা পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে হত্যা করেছে, আজ তাদের মুখে ভোট, গণতন্ত্র ও মানবাধিকারের কথা শুনতে হয়। অথচ যার কারণে দেশ স্বাধীন হলো, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করতে আইন করা হয়।

এর আগে প্রযুক্তিনির্ভর গুণগত শিক্ষার মানোন্নয়নে সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজারটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচারেরও উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় শেখ রাসেলের জীবন নিয়ে নির্মিত ত্রিমাত্রিক অ্যানিমেশন চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’-এর ট্রেলার। যার চিত্রনাট্য রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ প্রবর্তিত ‘শেখ রাসেল পদক ২০২২’ প্রদান করা হয় অনুষ্ঠান থেকে।

Share.

Comments are closed.