বঙ্গবন্ধু কন্যা কখনও দেশ ছেড়ে পালাবে না

0

বঙ্গবন্ধু কন্যা কখনও দেশ ছেড়ে পালাবে না মন্তব্য করে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের তালিকা তৈরীর নামে বিচারের যে হুমকি দিয়েছে সরকার তাতে ভয় পায় না। শুক্রবার রাজধানীর আইডিইবিতে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেন, জনগণই শেখ হাসিনার ক্ষমতার উৎস। তাই জনগণকে সাথে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করা হবে। এ সময় মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন, তালিকা তৈরী করে কারোর কথিত বিচারের হুমকিতে আওয়ামীলীগ ভয় পায়না। এ সময় মন্ত্রী বলেন, জনগণ না চাইলে আওয়ামী লীগ সম্মানের সঙ্গেই ক্ষমতা ছেড়ে দেবে।

Share.

Comments are closed.