২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এশিয়ার সর্ববৃহৎ গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ ২৭ নভেম্বর পর্যন্ত চলবে । বাংলাদেশ গলফ ফেডারেশন ও এশিয়ান ট্যুরের সার্বিক তত্ত্বাবধানে এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সৌজন্যে ষষ্ঠবারের মত এই গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২৩টি দেশের ১২০ জন প্রো-গলফার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এশিয়ান ট্যুর এশিয়ার প্রধান এবং সর্ববৃহৎ পেশাদার গলফ এর আয়োজক। কুর্মিটোলা গলফ ক্লাবে ৪ দিনব্যাপী এ আন্তর্জাতিক টুর্নামেন্টের লোগো ও ট্রফি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২২ নভেম্বর উন্মোচন হয়। চার দিনের এই আন্তর্জাতিক টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।