বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকারের উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতার ফল বলে অভিযোগ বিরোধী দলগুলোর। আর সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণাকে তামাশা বলে মন্তব্য তাদের।
বুধবার বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাত্র ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণায় তাদের সঙ্গে মজা করা হয়েছে’। জবাবদিহিতা না থাকায় এমন ভয়াবহ ঘটনা বারবার ঘটছে বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যার জিএম কাদেরের। ঈদের আগেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের অস্থায়ী দোকান করে দেওয়াসহ বিশেষ ঋণ দেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার ভোরে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় পাঁচ হাজার দোকান। প্রাথমিকভাবে যার ক্ষতির পরিমান অন্তত দুই হাজার কোটি টাকা বলে জানা গেছে।