বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিনের মেয়র। আর ফায়ার সার্ভিসের অফিসে কি উদ্দেশ্যে কারা হামলা করেছেন তাদের ব্যপারে তদন্তের কথা জানান সংস্থার ডিজি। আর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলাকারীদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সামনে ঈদ, সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য পণ্য তুলেছেন দোকানে। কেউ নি জের জমা নো অর্থ দি য়ে আবার কেউ ঋণ নিয়ে পন্য তুলেছেন দোকা নে। তা দের আশা ছিল এই বেচা কেনা ক রে ঋণ পরি শোধ দুই বছ রের লোকসান পুসিয়ে নিবেন। কিন্তু বঙ্গবাজা রে সকাল ৬ টা ১০ মি নি টে লাগা আগুনে নিমিষেই ছাই হয়ে যায় ব্যবসায়ী দের সকল আশা আকাঙ্খা। সকাল ৬ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকে ব্যবসায়ী দের স্বপ্নগুলো। এমন আর্তনাতের চিত্র পুরো দেখা যায় পুরো এলাকা জুড়ে। আর চার দিকে শুধু ব্যবসায়ীদের কান্না। এদি কে ফায়ার সা র্ভিসের ডি জি ব লেন, বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটটি ২০১৯ সালের ২ এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছিল। ১০ বার নোটিশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। ডিজি বলেন, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলাকারীদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেলা ৩ টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে সংবাদিকদের একথা বলেন তিনি। এসময় আগুনে ঘটনায় নাশকতা রয়েছে কি না ফায়ার সার্ভিসের তদন্তে উঠে এলে ব্যবস্ঘা নেয়ার কথা জানান তিনি। অগ্নিকান্ডে আহতদের চিকিৎসাসহ আর্থিক সহায়তার আশ্ব াস দি য়ে ঢাকা দ ক্ষিন সি টি ক র্পো রেশনের মেয়র ব লেন, ক্ষ তিগ্রস্ত দোকানী দের পুর্নবাস নের ব্যবস্থা করা হবে। ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে জা নি য়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ব লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই দুর্ঘটনা তদারকি করছেন। সকাল থেকে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা-বিমান-নৌ ও বি জির সদস্যরা, ঘটনাস্থলে ছিল হেলিকপ্টার।