বছরের প্রথম দিনটা বাংলাদেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

0

প্রাথমিক শিক্ষাকে আরও উন্নত এবং মানসম্মত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রোববার নতুন বছরের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বছরের প্রথম দিনটা বাংলাদেশে বই উৎসবের। তবে পাঠ্য বই সংকটের কারণে প্রাথমিক পর্যায়ের কোনো কোনো শিক্ষার্থী একটি বই পেলেও অনেকে খালি হাতে কিংবা অন্য শ্রেণির বই নিয়ে উৎসবে উপস্থিত হয়েছে। তবে নতুন বই যারা পেয়েছে, তাদের উচ্ছাসের যেন শেষ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন বক্তারা। এবারের বই উৎসবে দুই কোটি ১৮ লাখ তিন হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৯ কোটি ৬৬ লাখ আট হাজার ২৪৫টি বই বিতরণ করার কথা রয়েছে।

Share.

Comments are closed.