বরিশালে সিত্রাং মোকাবিলায় প্রস্তুত সাইক্লোন শেল্টার

0

বরিশালে সিত্রাং মোকাবিলায় সরকারি-বেসকারিভাবে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার। ব্যবস্থা করা হচ্ছে শুকনো খাবার, নিরাপদ পানি ও ওষুধের।

উপকূলীয় লোকজনকে নিরাপদে নেওয়ার জন্য বিভাগের ৩ হাজার ৯৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এছাড়া সাইক্লোন শেল্টারগুলোতে সুপেয় পানি, শুকনো খাবার ও ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সূত্রে জানা যায়, ৩২ হাজার ৫শ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। স্বেচ্ছাসেবকরা প্রচারণা চালাচ্ছেন। দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতার জন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’—এর প্রভাবে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

Share.

Comments are closed.