বর্তমান সবকারের আমলে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারনে মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন ও জুলুম বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় গয়েশ্বর রায় বলেন, বিএনপির গঠনতন্ত্রের প্রস্তাবনায় দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে যে কথা বলা আছে, তা বিস্তৃত করলে রাজনীতিবিদরা এমনিতেই ঠিক হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনে কাজ করবে বলে জানান তিনি।