বর্তমান সরকার অবাধ তথ্য অধিকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে `তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় মন্ত্রী বর্তমান সরকারের তথ্য অধিকার নিশ্চিত করার ভুয়সী প্রশংসা করে বলেন, সকলকে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী, যে তথ্যগুলো প্রকাশ পেলে রাষ্ট্রের ক্ষতি হয় সেগুলো প্রকাশ না করার আহবান জানান। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিভাগীয়, জেলা কমিশনারদের মধ্যে তথ্য অধিকার নিশ্চিতকরণে পুরস্কার বিতরণ করা হয়।