বাংলাদেশিদের ভিসার কষ্ট লাঘবে শিগগিরই পর্তুগালের কাছ থেকে সুসংবাদ আসবে

0

বাংলাদেশিদের ভিসার কষ্ট লাঘব করার জন্য খুব শিগগিরই পর্তুগালের কাছ থেকে সুসংবাদ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্যদিকে পর্তুগালের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রে বলেন, পর্তুগালের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ । এছাড়া ও রোহিঙ্গা ইস্যু সমাধানে পর্তুগালের সমর্থন রয়েছে বলে ও জানান তিনি।

শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত বাংলাদেশ-পর্তুগাল দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতার জন্য গভীরতর অনুসন্ধান-শীর্ষক এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চট্রগ্রাম থেকে পর্তুগালে সরাসরি শিপিং লাইন চালু করা যেতে পারে । নবায়নযোগ্য জ্বালানীতে পর্তুগালের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের কাজে লাগতে পারে বলে এ সময় মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রে। বর্তমানে পর্তুগালে কৃষি ও আইটি খাতে কর্মীর চাহিদা রয়েছে বলে জানান ফ্রান্সিসকো আন্দ্রে।

Share.

Comments are closed.