বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতে জাপান সরকার সহায়তা দেবে

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রোববার সকালে সচিবালয়ে বিদায় সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো। সাক্ষাতে জাপান সরকারের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।

Share.

Comments are closed.