বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা রাখার এখতিয়ার নেই

0

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কোনও ভূমিকা রাখার এখতিয়ার নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, অনেকগুলো নতুন ইস্যু সামনে চলে আসায় রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক এজেন্ডাতে ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

ডিক্যাবের ডি-টকে এবারের অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ হস্তক্ষেপ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। যদি তারা মনে করে তাদের সহায়তা দরকার, তাহলে তারা জাতিসংঘকে জানাবে। সুষ্ঠু নির্বাচন জাতিসংঘের কাজের অংশ। কিন্তু বাংলাদেশে কাজ করার এখতিয়ার সংস্থাটির নেই।’ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় তিনি বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক যে, এখনও এ বিষয়ে কোন অগ্রগতি অর্জিত হয়নি।  সহিংসতার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অবশ্যই উদ্বেগের বিষয়। এজন্য নিরাপদে কীভাবে রাজনৈতিক কার্যক্রম চালানো যায়, সেটা নিয়ে আলোচনার দরকার আছে।’

Share.

Comments are closed.