বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক খাতের আকার প্রায় ৩০ শতাংশ

0

বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক খাতের আকার প্রায় ৩০ শতাংশ। দুর্নীতি ও অনিয়মের কারণে এই খাত দিন দিন বড় হওয়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতে বছরে ৮৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে দেশ। সোমবার রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এসব অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজিত ‘‘কর্পোরেট খাতে কর স্বচ্ছতা- বাজেটে সরকারি আয়ের অভিঘাত’’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ কর দেওয়ার যোগ্য হওয়ার পরেও কর দেন না। তারা প্রকৃত আয় না দেখিয়ে, সরকারকে কর ফাঁকি দিচ্ছে। এসময় প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক জানান, ২০১০ সালে অপ্রাতিষ্ঠানিক খাতে করের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা থাকলেও ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকায়। অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক খাত থেকেই সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৮৪ হাজার কোটি টাকা। কালো টাকাকে সাদা করার সুযোগ বন্ধ করার পাশাপাশি যেসব জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ কর ফাকিঁ দিচ্ছে, তাদেরকে আগামি নির্বাচনে মনোনয়ন না দেওয়ারও সুপারিশ জানায় সিপিডি।

Share.

Comments are closed.