বাংলাদেশে ডলারের কোন সঙ্কট নেইঃ পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে ডলারের কোন সঙ্কট নেই, টাকার সঙ্কট আছে। এই টাকা বিভিন্ন জিনিস বিক্রি করে আসে। সেই জিনিস বিক্রি যত বাড়বে, টাকার পরিমাণ বেড়ে যাবে। টাকার পরিমাণ বাড়লে সরকার কর বেশি পাবে, দেশের মানুষ ভালো থাকবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।

রোববার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে রিসোর্স সেন্টারের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করা যাবে, সেগুলো বিক্রি করে ততো বেশি টাকা পাওয়া যাবে। ডলার তখন লাগে, যখন বিদেশ থেকে কিছু দেশে আনতে হয়। ফলে ডলারের কোন সঙ্কট নেই, তবে টানাটানি আছে এই মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তিনি আরও বলেন, দেশে উৎপাদন বাড়াতে হবে। ধান-চালসহ মৌলিক জিনিস, যেগুলো বাঁচার জন্য দরকার, সেগুলোর উৎপাদন বাড়াতে হবে। ডলার প্যাকেটে না থাকলেও কিছু যায় আসে না। ফলে ডলার বড় কথা নয়, বড় কথা হলো উৎপাদন।

Share.

Comments are closed.