বাংলাদেশ এখন আর পরাধীন দেশ বা কলোনি নয়

0

বাংলাদেশ এখন আর পরাধীন দেশ বা কলোনি নয় এবং বিদেশি রাষ্ট্রদূতদের এটি মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা রীতি অনুযায়ী ব্যবহার করবে এটাই কাম্য।’ আঞ্চলিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২২তম সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি তাদের মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘বাংলাদেশ কোনও পরাধীন দেশ বা কলোনি নয়।’ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন তিনি। বিদেশিদের কাছে দেশের বিষয়ে জানতে চাওয়ার সংস্কৃতিও পরিবর্তন প্রয়োজন বলেও এ সময় উল্লেখ করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ১৬টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩৪ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবে।

Share.

Comments are closed.