বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই এ উদ্দেশে ব্যবহার করতে দেয় না।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী রাষ্ট্রসমূহের জন্য থাকা নীতির আওতায় বাংলাদেশ সবসময় যে কোনো বিষয়ে ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বৈঠকে বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।