বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনার ক্ষেত্রে দুই দেশের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকাও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু জটিলতার পাশাপাশি সে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও বেশি সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, ভারতে বাংলাদেশের ৯ বিলিয়ন ডলারের মার্কেট হওয়া সত্ত্বেও প্রতিবেশি দেশটির কাছ থেকে কতটা গুরুত্ব পাচ্ছে এবং তাদের গণমাধ্যম দুদেশের সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখছে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন।
সেমিনারে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীসহ আরও অনেকে।