বাংলাদেশ রেলওয়েতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

0

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করাসহ ৬ দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা। এসময় তারা আউটসোর্সিং প্রথা চালুর প্রতিবাদ ও বকেয়া বেতন প্রদানের দাবি জানান।

বাংলাদেশ রেলওয়েতে চাকুরীরত অস্থায়ী দক্ষ সকল শ্রমিক কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া অনতিলম্বে বাতিল, অস্থায়ী শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ ও ৫ মাসের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিক কর্মচারী। সকালে কমলাপুরের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা অভিযোগ করেন, অসাধু কর্মকর্তারা তাদের অসত্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ শ্রমিকদের স্থায়ীকরণ না করে আউটসোর্সিং প্রথা চালু করতে চায়।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, আউট সোর্সিং প্রথা চালু হলে অসাধু কর্মকর্তারা ঠিকাদারদের মাধ্যমে ঘুষের বিনিময়ে দক্ষ শ্রমিকদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দিবে। এ ব্যাপারে কমলাপুরের ব্যবস্থাপক জানান, সবকিছু আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হবে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে বলে জানান এই কর্মকর্তা আউটসোসিং চালু হলে দক্ষ শ্রমিকরা চাকুরী হারাবে ও সেইসাথে বেতন বাবদ রেলওয়ের খরচ বৃদ্ধি পাবে বলে দাবি করে শ্রমিকরা।

Share.

Comments are closed.