বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ তিন কর্মকর্তাকে সংবর্ধনা

0

এশিয়ান হকির নেতৃত্বে আসায় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ তিন কর্মকর্তাকে সংবর্ধনা দিলো বাংলাদেশ হকি ফেডারেশন।

দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ, সহসভাপতি আব্দুর রশিদ শিকদার এবং সাজেদ এ আদেলকে এ সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ হকির পরিচিত এই তিন কর্মকর্তা মার্চে এশিয়ান হকি ফেডারেশনের যথাক্রমে সহ-সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তারা প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশের হকির হারানো ঐতিহ্য ফিরিয়ে খেলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার।

Share.

Comments are closed.