বাংলা চলচ্চিত্র ‘বর্ডার’ নাম পরিবর্তিত হয়ে হলো ‘সুলতানপুর’

0

বাংলা চলচ্চিত্র ‘বর্ডার’ নিয়ে আলোচনা-সমালোচনা কম ছিল না। অবশেষে সেন্সরবোর্ডের আপত্তির কারণে পরিবর্তিত হয়ে নাম হলো, সুলতানপুর। আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে পরিচালক সৈকত নাসিরের সিনেমাটি।

সৈকত নাসিরের সিনেমা ‘বর্ডার’ নিয়ে জল কম ঘোলা হয়নি। সেন্সর বোর্ডের আপত্তির পর বেশ কিছু সংশোধনীসহ সিনেমাটির নামও পরিবর্তন করা হয়। রাখা হয় ‘সুলতানপুর’। গত বছরের শেষের দিকে আনকাট সেন্সর পায় ছবিটি। এবার মুক্তির পালা। আগামী ২ জুন সুলতানপুর সিনেমাটি মুক্তি পাবার তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক সৈকত নাসির। সুলতানপুর সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুক প্রমুখ। সিনেমাটির কাহিনি লিখেছেন সৈকত নাসির ও আসাদ জামান। চিত্রনাট্যও করেছেন আসাদ জামান। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

Share.

Comments are closed.