ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের নগর ভবনে রাশিয়ার পতাকা উড়িয়ে দেয়ার দাবি করেছেন রুশ বাহিনী ওয়াগনারের প্রধান। রাতে করা এক ভিডিওতে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বলেছেন, ‘আইনের দৃষ্টিকোণ থেকে’ বাখমুত এখন রাশিয়ার অংশ।
তিনি স্বীকার করেছেন, শহরের পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সেনারা এখনও ঘাঁটি গেড়ে রয়েছেন। তবে ইউক্রেন সরকার জোর দিয়ে জানিয়েছে, বাখমুত এখনও তাদের সেনাদের নিয়ন্ত্রণে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটির নিয়ন্ত্রণ নিতে রাশিয়া গত সাত মাসেরও বেশি সময় ধরে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্টে জেলেনস্কির স্টাফ প্রধান অন্দ্রি ইয়ারস্ মাক ‘সাজানো কাল্পনিক বিজয়ের’ দাবি নিয়ে উদ্বিগ্ন না হতে ইউক্রেনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হানা মালিয়ার বলেছেন, বাখমুতের দখল নেয়ার যে ‘ভুয়া’ দাবি ওয়াগনার প্রধান করেছেন তা ‘হাস্যকর’।