বাগেরহাটে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

0

বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই একটি অবৈধ ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন একজন। আহত অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একজন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে অন্যজনেরও মৃত্যু হয়।

Share.

Comments are closed.