বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম তানু ভূঁইয়া হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফরিদসহ ৯ জনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ।
শনিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানাধীন বালিপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএর পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান। গত শুক্রবার রাতে জেলা স্বেস্ছাসেবক দল নেতা তানু ভূঁইয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতিমা ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।