বাগেরহাটে ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

0

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদার, তার স্ত্রী মঞ্জু বেগম ও যুবলীগ নেতা শুকুর শেখ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম রোববার এ রায় ঘোষণা করেন। এ মামলায় ৪৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত। ২০১৮ সালের ১ অক্টোবর মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শুকুর শেখকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদের পাশে কলেজ মাঠে কুপিয়ে ও গুলি করে হত্যা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির ও তার সহযোগীরা। এর পরপরই তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী দিহিদার ও তার স্ত্রী মঞ্জু বেগম এবং বাবুল শেখকে কুপিয়ে হত্যার চেষ্টা চালান। ঘটনাস্থলেই আনসার আলীর মৃত্যু হয়। এই ঘটনায় শুকুর শেখের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ৫৮ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

Share.

Comments are closed.