বাজারে দামের লাগাম কিছুতেই টানা যাচ্ছে না

0

বাজারে মাছ মাংস সবজি পর্যাপ্ত থাকলেও দামের লাগাম কিছুতেই টানা যাচ্ছে না। পঞ্চাশ টাকার নিচে মিলছে না কোন সবজি। মাছ-মাংসের মূল্য অপরিবর্তি থাকলেও ধারে-কাছে যেতে পারছেন খুব কম ক্রেতাই। বাজারে সরকার নির্ধারিত দামে খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রির প্রতিশ্রুতি থাকলেও পাচ্ছেনা তা দোকানিরা।

সাধারণ ক্রেতাদের অস্বস্তি যেন কাটছেই না। মাছের কোনো ঘাটতি না থাকলেও ক্রেতার উপস্থিতি কম। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। ব্রয়লার মুরগি এবং ডিমের বাজার অপরিবর্তিত থাকলেও মাংসের বাজারে লোকসান গুণছেন বিক্রেতারা। মুদি সামগ্রীর দাম আগের সপ্তাহের মতো রইলেও বস্তা প্রতি চালের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। বাজারে সরকার নির্ধারিত দামে খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রির প্রতিশ্রুতি থাকলেও পাচ্ছেনা তা দোকানি।

এদিকে অনেক দিন ধরে সবজির বাজার ৫০ টাকার ওপরেই ঘোরাঘুরি করছে। তবে লাগাম ছেড়েছে টমেটো, গাজর ও শসার দাম। ক্রেতার সংখ্যা দিনে দিনে কমছে বলে জানালেন বিক্রেতারা। উর্ধমূল্যের এই বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস যেন দিনকে দিন বেড়েই চলেছে।

Share.

Comments are closed.