বান্দরবানের রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বঙ্কুপাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস আইইডি বিস্ফোরণে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বঙ্কু পাড়া এলাকায় সীমান্ত সড়কের নির্মাণ কাজ করার সময় কেএনএফের পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস বিস্ফোরণে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।