ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বালু ব্যবসায়ী মো. কাওছার খান হত্যাকান্ডকে সমকামিতার অভিযোগ তুলে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি এবং তার পরিবারের সদস্যরা। সকালে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসনে ব্যবসায়ী কাওছার হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা ও এলাকাবাসী। পরিবারের পক্ষ থেকে বলা হয়, নিহত কাওছার খান সমকামিতার সাথে জড়িত নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সমকামিতার অভিযোগ তুলে মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবী করেন তারা। অধিকতর তদন্তের দাবি করে মানববন্ধনকারীরা প্রকৃত সত্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান কাউসার, এই ঘটনাটি আরো ব্যাপক তদন্ত করে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে দোষীদের শাস্তির দাবি জানান। এদিকে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, ২৫ নভেম্বর রাতে অভিযুক্ত খুনি সাফাওত ইসলাম সিফাতকে ছুরি দেখিয়ে ভীতি সৃষ্টি করে জোরপুর্বক সমকামীতা করার চেষ্টা করলে কৌশলে ওই ছুরি ছিনিয়ে নিয়ে তা দিয়েই ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে।