বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়

0

বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়, আওয়ামী লীগ প্রস্তুত ও সতর্ক আছে। রাজপথ থেকেই এ দল ক্ষমতায় এসেছে। কাজেই ভয় দেখিয়ে কোনও লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এতো আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই,সকল আন্দোলন মোকাবিলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। নির্বাচনের পথে আসুন। আওয়ামী লীগের পরিচয়ে যারাই অপকর্ম করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Share.

Comments are closed.