শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির আমলে আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেফতার করা হতো। একেক দিনে সাত, আট ও দশ হাজার মানুষকে গ্রেফতার করা হতো। শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সবার নিশ্চয়ই মনে আছে, বিএনপির আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরে থাক আমরা আমাদের কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো। দীপু মনি বলেন, সামনে নির্বাচন আছে, আওয়ামী লীগ চাই সবাই নির্বাচনে আসুক, মাঠে থাকুক। কিন্তু মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করা হয়, তাহলে নিশ্চয়ই কঠোরভাবে তা দমন করা হবে।