আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল তারা আজ বড় বড় কথা বলে।
শনিবার সকালে কামরাঙ্গীরচরে আয়োজিত বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে নদগ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি মানুষকে খাম্বা দিয়েছে আর শেখ হাসিনা মানুষকে বিদ্যুত্ দিয়েছেন। বিশ্বের অর্থনৈতিক বেহাল অবস্থার কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দেশে লোডশেডিং করা হচ্ছে, যদিও এই সংকট সাময়িক। অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে প্রায় ৬০ লাখ টাকা প্রদান করা হয়।