বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকারের বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়।
বিএনপির লাশ ফেলে আন্দোলন জমানোর চেষ্টা
0
Share.