বিএনপির সময়ের সামান্য রিজার্ভ এখন প্রায় সাঁইত্রিশ বিলিয়নে

0

বিএনপির রিজার্ভ নিয়ে বক্তব্যের সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের সময়ের সামান্য রিজার্ভ এখন প্রায় সাঁইত্রিশ বিলিয়নে। বুধবার সকালে রাজধানীর ডিআরইউতে সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাহিত্যিক ও লেখকদের উৎসাহিত করতে বুধবার সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে রাজনীতি করা বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে কোন মুখে, তাদের সময়ের প্রায় ৫ বিলিয়ন রিজার্ভ এখন প্রায় ৩৭ বিলিয়ন। তথ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নে পাকিস্তানের মতো দেশও অভিনন্দন জানিয়েছে কিন্তু বিএনপি করেনি এটা তাদের অযোগ্যতা। কঠিন পরিস্থিতিকে ব্যবহার করে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি না করে, দেশের জন্য কাজ করার আহবান জানান মন্ত্রী।

Share.

Comments are closed.