বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগ

0

রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগ। জনগণের জানমাল রক্ষার্থেই তাদের এই অবস্থান বলে জানান সংগঠনটির নেতা-কর্মীরা। রাজু ভাস্কর্যে আয়োজন করা হয় সন্ত্রাসবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিকে সমাবেশ ঘিরে ভোর থেকেই রাজধানীতে মানুষের চলাচল ছিলো কম। ছিলো না তেম কোন গণপরিবহনও।

বিএনপির গণসমাবেশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগের পদপ্রত্যাশীরা। ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জানান, মানুষের জানমাল রক্ষার্থে ছাত্রলীগ আপোষহীন। এদিকে রাজু ভাস্কর্যে আয়োজন করা হয় ‘সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিকে ভোর থেকেই রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। গণপরিবহনেরও তেমন একটা দেখা মেলেনি।

Share.

Comments are closed.