বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে

0

সরকার বা পুলিশের পক্ষ থেকে যাই বলা হোক না কেন বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকেসোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো স্থানে সরকার সমাবেশের প্রস্তাব করলে বিএনপি তা ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা জানান তারা।

শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোহওরাওয়ার্দী উদ্যান চারদিক থেকে ঘেরা, একটা খাঁচার মতো। নেতাকর্মীরা সেখানে নিরাপদ মনে করছেন না। তাই নয়াপল্টনকেই নিরাপদ মনে করছেন নেতা-কর্মীরা। এদিকে সরকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো স্থানে সমাবেশের প্রস্তাব করলে বিএনপি তা ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপ-কমিটির প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। দুই আয়োজন থেকেই মিথ্যা মামলা দায়েরসহ গ্রেফতার, হামলা ও সন্ত্রাস বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান বিএনপি নেতারা।

Share.

Comments are closed.