বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেওয়া হবে। সোমবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট এলাকায় তার সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক অশুভ শক্তি এবং জঙ্গিবাদ সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। শেখ হাসিনার সরকার সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের মানুষপুত্র এবং গণতন্ত্রই তার জীবনের মূলভৌত বলে এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।