রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে খাদ্য উপ-কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ধর্ম নিয়ে বিএনপি যেটাই বলুক না কেন, তারা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক।
সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষণা করা হয় ২৭ দফার রূপরেখা। মঙ্গলবার আওয়ামী লীগের সভায় দলের সাধারণ সম্পাদক এটিকে হাস্যকর করে মন্তব্য করেন। বলেন, যারা ভোট চুরি করে ক্ষমতায় আসে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে তারা আবার ক্ষমতায় এলে ওই রূপরেখা নদীতে ভাসবে। এ সময় তিনি বলেন, বিএনপি যে সন্ত্রাস-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তা প্রমাণিত সত্য। বিরোধী দলের তথাকথিত আদোলনের চ্যালেঞ্জ হিসেবে আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্ত্যে করেন ওবায়দুল কাদের। সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষ আজও আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের উন্নয়ন চায়, শেখ হাসিনাকে বিশ্বাস করে।