জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষের জানমাল রক্ষা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। কিন্তু যে আশায় তিনি ক্ষমতা ত্যাগ করেছিলেন সে আশা আজও পূরণ হয়নি।
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেনন। এ সময় তিনি বলেন, ৯০ পরবর্তী বিএনপি-আওয়ামী লীগ সরকারগুলো গণতন্ত্রের নামে জনগণের উপর স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। প্রতিবছর এই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।