বিএনপি জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসি ফিরে আনতে চায় মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

0

বিএনপি রাষ্ট্র সংস্কারের কথা বলে জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসি ফিরে আনতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবারদুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

বিএনপি রাষ্ট্র সংস্কারের নামে জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় কি না, এমন প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সকল নেতা বাংলাদেশের প্রসংশা করছে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বললে মানুষ বিভ্রান্তিতে থাকে। বিএনপির কার্যালয়ে পুলিশের তল্লাশি ফলে তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে এ বিষয়ে তিনি বলেন, বিএনপি শুরু থেকে তাদের কার্যালয়ে পুলিশের তল্লাশি নিয়ে অতিরঞ্জিত করে বক্তব্য রাখছে।

Share.

Comments are closed.